Tuesday, July 26, 2016

সমবায় সংক্রান্ত বিজ্ঞপ্তি :

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,

অপর এক প্রস্তাবনায়; যশোর পলিটেকনিক প্রাক্তনী সদস্যদের কে নিয়ে সমবায় সমিতি গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে।  যার জন্য একটি মৌখিক কমিটি গঠন করা হয়েছে। এই সমবায়ের উদ্দেশ্য যশোর এলাকায় জমি কেনা এবং খাদ্য দ্রব্য বা কৃষি পণ্যের ব্যবসা করা।  প্ৰাথমিক পর্যায়ে আগ্রহী সদস্য সংগ্রহ চলছে।  এটা মাসিক শেয়ার ভিত্তিক চাঁদার মাধ্যমে একটি মূলধন গঠন করা হবে।  সর্বনিম্ন ১০০০ টাকায়  একটি শেয়ার , ২০০০ টাকায় দুইটি  শেয়ার, ৩০০০ টাকায় তিনটি  শেয়ার, ৪০০০ টাকায় চারটি শেয়ার ও  ৫০০০ টাকায় পাঁচটি শেয়ার প্রযন্ত সর্বোচ্চ । 

নিম্নে কমিটির নামের তালিকা দেয়া হলো :

১. জনাব গাজী খালেদুর রহমান- ০১৯৩৯-৯০৫০১৩
২. জনাব মো: হাফিজুর রহমান - ০১৯৩৯৯২১১৪২
৩. জনাব মো :ফরহাদ হোসেন- ০১৯১৩-০২৩১৪৮
৪. জনাব মো :কামাল হোসেন- ০১৯১৬-৪১১৯৫২
৫. জনাব মো :বাসার আল হাদিস -০১৯১৪০০৮০০২
৬. জনাব মো : এনামুল হক - ০১৯১৯৪৭০৬০১

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

No comments:

Post a Comment