Sunday, July 17, 2016

মনির রকির ফেসবুক পেজ থেকে নেয়া

যশোর পলিটেকনিক প্রাক্তনী,ঢাকা আয়োজিত আজকের আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত প্রধান অতিথি,বিশেষ অতিথি,সভাপতি,প্রধান উপদেষ্টা,সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ প্রাক্তনীর উপস্থিত সকল সদস্যদের জানাই অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যশোর পলিটেকনিক প্রাক্তনীর এতো সুন্দর ইফতার মাহফিল অায়োজন করা সম্ভব হয়েছে তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।১৯৯৭ সাল থেকে আমাদের সবার প্রিয় ইদ্রিস আলী স্যারের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে পেয়েছি আজকের পরিপক্ব যশোর পলিটেকনিক প্রাক্তনীদের সংগঠনকে,উক্ত সংগঠনটি আইডিইবির আইকোন সংগঠনে রুপান্তরিত হয়েছে এটা আমাদের গর্ব,আমাদের সংগঠনকে দেখে আইডিইবিতে এখন অনেক সংগঠন গড়ে উঠেছে এটা ভাবতেই অনেক ভালো লাগে।আসলেই একটা সংগঠনকে সুসংগঠনে গড়ে তুলতে কিছু মানুষকে হাড় ভাংগা পরিশ্রম করতে হয় যার পরিপেক্ষিতে গড়ে ওঠে একটা সুসংগঠন,আমরা চিরকৃতজ্ঞ জনাব ইদ্রিস আলী,জনাব টালু,জনাব জহরুল হক মুন্সি,জনাব মোস্তাফিজুর রহমান,জনাব এবিএম আতিয়ার রহমান সহ সকলের প্রতি যাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে পেয়েছি আমাদের প্রাণের সংগঠন যশোর পলিটেকনিক প্রাক্তনীকে।তরুন প্রজন্মের নেতা জনাব ফরহাদ এবং জনাব কামাল হোসেন কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে উক্ত সংগঠন হয়েছে প্রাণবন্ত,প্রত্যেকে মোরা সকলের তরে এই মনোভাবের মানুষদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে অসম্ভব শ্রদ্ধা ও ভালোবাসা।আমাদের প্রাণপ্রিয় নেতা,যশোর পলিটেকনিক প্রাক্তনীর সুযোগ্য সভাপতি জনাব ইদ্রিস আলী স্যারের নেত্রীত্বে এগিয়ে চলছে আমাদের প্রাণের সংগঠন যশোর পলিটেকনিক প্রাক্তনী,যার দক্ষ নেত্রীত্বে সেই ১৯৯৭ সাল থেকে একটা বিশাল ছাতার নিচে আমরা যশোর পলিটেকনিকের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ একত্রিত হতে পেরেছি,যদি কখোন সুযোগ হয় ইদ্রিস আলী স্যারের ছাতার বাটটা শক্ত হাতে ধরা তবে নিজেকে ধন্য মনে করবো,একজন যোগ্য নেতার ছায়াতলে থাকতে পারাটা আমার জীবনের সৌভাগ্য।মানুষের কল্যানে কিছু করবো,সমাজের জন্য কল্যানমুখি কিছু করবো এটা আমার জীবনের সপ্ন,সেই সপ্নকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকি,নিজেকে মানুষের কল্যানে নিয়োজিত রাখার চেষ্টা করি।নেত্রীবৃন্দের কাছে আমরা বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি উক্ত সংগঠনের ইনএকটিভ সদস্যদের কে একটিভ করে এবং নতুন নেত্রীত্ব কে কমিটিতে যাইগা করে দিয়ে যশোর পলিটেকনিক প্রাক্তনী কে একটা সুসংগঠনে রুপান্তরিত করার পথকে সুগম করুুন।যশোর পলিটেকনিক প্রাক্তনী শুধু যশোর পলিটেকনিকের ছাত্র-ছাত্রীবৃন্দদের কল্যানে কাজ করেনা,সারা বাংলাদেশ-এর সকল পলিটেকনিকের ছাত্র-ছাত্রীবৃন্দের কল্যানে কাজ করে যাচ্ছে।যশোর পলিটেকনিকের যে সকল প্রাক্তনী ছাত্র-ছাত্রীবৃন্দ সারাদেশ তথা সারাবিশ্বের যে যেখানে ছড়িয়ে রয়েছে তাদের নিজ-নিজ অবস্থান থেকে পলিটেকনিক্যাল ছাত্র-ছাত্রীদের কল্যানে এগিয়ে আসার জন্য উদাত্ব আহবান জানাচ্ছি।আসুন আমরা সবাই মিলে-মিশে দেশের জন্য কিছু করি,সমাজের জন্য কিছু করি,মানুষের কল্যানে কিছু করি, সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলি।
 মনির রকির ফেসবুক পেজ থেকে নেয়া  





No comments:

Post a Comment