Tuesday, July 26, 2016

যশোর পলিটেকনিক প্রাক্তনীর গঠনতন্ত্র সংশোধনী কমিটি

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,

গত ২৫ জুলাই ২০১৬ তারিখে বিকাল ৫.০০ ঘটিকার সময় ১৬০/এ কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০ সি ই সি কক্ষে  যশোর পলিটেকনিক প্রাক্তনী সদস্যদের আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র সংশোধনী কমিটি তৈরী করা হয়েছে।  উক্ত কমিটি আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৬ এর মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে সভাপতির নিকট জমা দিতে অনুরোধ করা হচ্ছে। 

নিম্নে কমিটির নামের তালিকা দেয়া হলো :

১. জনাব আলিমুজ্জামান  ( টালু খান )(১৯৭৫) - আহবায়ক
২. জনাব মো : জহুরুল হক মুন্সী (১৯৮৪)- সদস্য সচিব
৩. জনাব মো : মোস্তাফিজুর রহমান (১৯৮৩)- সদস্য
৪. জনাব মো : ফরহাদ হোসেন (১৯৯৮)- সদস্য
৫. জনাব মো : কামাল হোসেন (২০১০)- সদস্য



No comments:

Post a Comment