Wednesday, November 30, 2016

আলোচনা সভার বিজ্ঞপ্তি ০৩ ডিসেম্বর ২০১৬ শনিবার সন্ধ্যা ৪.০০ ঘটিকার সময়


সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,

আগামী ০৩ ডিসেম্বর ২০১৬ শনিবার সন্ধ্যা ৪.০০ ঘটিকার সময় আইডিইবি ভবনে পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ থেকে "যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি ও মিলনমেলা-২০১৬", "যশোর পলিটেকনিক প্রাক্তণী" ও বিবিধ বিষয়ে আলোচনার আয়োজন করা হয়েছে ।

উক্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।


অনুরোধক্রমে,
জনাব : মো: জহুরুল হক মুন্সি,
সাধারণ সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
০১৭১৩০১৪৩০৮

প্রচারে,
জনাব : মো: কামাল হোসেন,
সহ-সাংগঠনিক সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
০১৯১৬৪১১৯৫২

No comments:

Post a Comment