Tuesday, November 22, 2016

৫০ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ২৭-২৮ জানুয়ারি'১৭

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,

আস-সালামুয়ালাইকুম।

আপনারা অবগত আছেন যে, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ২৭-২৮ জানুয়ারি'১৭ অনুষ্ঠিত হবে। নিবন্ধনের সর্বশেষ তারিখ ৩১ ডিসেম্বর'১৬।

যারা ইতিমধ্যে ‍নিবন্ধন করেছেন তাদের নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নাই। আর যারা এখনও নিবন্ধন করেন নাই, তাদের ৩১শে ডিসেম্বর'১৬ এর মধ্যে নিবন্ধন করতে হবে।নতুবা যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান এর স্মরনীকায় তাদের ছবি ও অন্যান্য তথ্য প্রকাশ করা সম্ভব হবে না।

হিসাব নাম : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি ও মিলনমেলা-২০১৫
চলতি হিসাব নম্বর : ১৬৩১১০১৪৫৪১, ডাচ বাংলা ব্যাঙ্ক , আর এন রোড, যশোর শাখা।

বিকাশ নম্বর: ০১৭১১৩৬৯১০৯ (টালু খান-১৯৭৫ ব্যাচ)

বিশেষ দ্রষ্টব্যঃ তথ্যটি শেয়ার করুন। আপনি নিবন্ধন করুন এবং আপনার পরিচিত যশোর পলিটেকনিকের কেউ থাকলে তাকে নিবন্ধন করার ব্যাপারে সহযোগিতা করুন।

এছাড়া বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন : ০১৯১৬-৪১১৯৫২, ০১৭১৫-৭০১৯৯৭, ০১৭১৬-৯০৯৩৯৪, ০১৯১৩-০২৩১৪৮।

www.jppbd.blogspot.com
www.facebook.com/jppdhaka
https://www.facebook.com/groups/703934856376887/
https://www.facebook.com/groups/JPI.Praktani/

প্রচারে,
মো কামাল হোসেন (২০১০)
সহ সাংগঠনিক সম্পাদক , জে পি পি, ঢাকা
মোবাইল : ০১৯১৬-৪১১৯৫২ 

No comments:

Post a Comment