Tuesday, December 22, 2015

আগামী ২৫-২৬ ডিসেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না

একটি গুরুত্বপূর্ণ বিঞ্জপ্তি৷৷৷
প্রিয় যশোর পলিটেকনিক প্রাক্তণী,
প্রোগ্রামের তারিখ পরিবর্তন করা হয়েছে ৷ আগামী ২৫-২৬ ডিসেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না৷

কারণ:
১: ৩১ শে ডিসেম্বর পৌরসভা নির্বাচন, অনেকে এই কারনে ব্যস্ত থাকবে৷
২: ডুয়েট, পলিটেকনিক সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষা আছে জানুয়ারীর শুরুর দিকে৷
৩: প্রধান অতিথি হিসাবে যাদেরকে নির্দ্ধারিত করা হয়েছে তাদের শিডিউল বিলম্ব হচ্ছে৷
৪: ৩১ জানুয়ারী আই ডি ই বি নির্বাচন৷
৫: স্মরনিকায় কাংক্ষিত লেখার অপ্রাতুলতা৷

সুতরাং সব দিক বিশ্লেষণ / বিবেচনা করে অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হবে।  আগামী আই ডি ই বি নির্বাচনের পর সুবিধাজনক দিন প্রোগ্রাম হবে৷ ইনশাআল্লাহ৷

অনুরোধক্রমে,
আলিমুজ্জামান (টালু খান ) (১৯৭৫):
মোবাইল: ০১৭১১৩৬৯১০৯

*সব সময় আপডেট থাকার জন্য পেজ লাইক দিন এবং গ্রুপ এ জয়েন্ট করুন।
যশোর পলিটেকনিকের ৫০ বছর পূর্তি ও মিলন মেলা-২০১৫:https://www.facebook.com/groups/1062334287110671/?fref=nf
যশোর পলিটেকনিক প্রাক্তণী: https://www.facebook.com/groups/JPI.Praktani/
Jessore Polytechnic Praktoni: https://www.facebook.com/jppdhaka/?fref=ts
Webpage: www.jppbd.blogspot.com

ধন্যবাদান্তে ,
মো: কামাল হোসেন (২০১০)
মোবাইল নম্বর: ০১৯১৬৪১১৯৫২
যুগ্ন সদস্য সচিব ; তথ্য ও যোগাযোগ কমিটি।

No comments:

Post a Comment