Wednesday, December 2, 2015

গুরুত্বপূর্ণ আলোচনা সভা

সকল যশোর পলিটেকনিক প্রাক্তনী কে অনুরোধ করা যাচ্ছে যে ,
আজ বিকাল ৩.৩০ ঘটিকার সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কর্তিক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হইছে। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মুন্ত্রী জনাব ইয়াফেস ওসমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান জনাব মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান।  সবাই কে  আই ডি ই বি ভবন , কাকরাইল , ঢাকা; উপস্থিত হবার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

অনুরোধক্রমে,
জনাব আলিমুজ্জামান (টালু খান); ১৯৭৫ ব্যাচ
আহবায়ক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
মোবাইল : ০১৫৫৩৫৩৭৮৪৬

ধন্যবাদে,
মো কামাল হোসেন; ২০১০ ব্যাচ
মোবাইল : ০১৯১৬৪১১৯৫২

No comments:

Post a Comment