যাই বললেই হয় না যাওয়া
যাই বললেই কোন কোনদিন হয় না যাওয়া।
এই ধান-শালিকের দেশে মেঘে মেঘে সূর্য গড়ায়
নৈরাশ্য কাঁদে ঘন বরষায়,
প্রচন্ড খরায় অঙ্গার দিন
সোনা সোনা স্মৃতি সব জ্বলে যায়
বুকের ভেতর পুড়ে যায়
ধৈর্যশীল প্রতীক্ষাও কোন কোনদিন
হাঁটু ভেঙ্গে পড়ে যায়।
নৈরাশ্য কাঁদে ঘন বরষায়,
প্রচন্ড খরায় অঙ্গার দিন
সোনা সোনা স্মৃতি সব জ্বলে যায়
বুকের ভেতর পুড়ে যায়
ধৈর্যশীল প্রতীক্ষাও কোন কোনদিন
হাঁটু ভেঙ্গে পড়ে যায়।
যাই বললেই সব সময় হয় না যাওয়া।
বাতাস বৈরী হলে
চেতনা হারালে পথ
অন্ধকারে সারারাত উথাল-পাতাল হলেও
সারাদিন জল ভেঙ্গে কাদা ভেঙ্গে নদীও ব্যর্থ হয়
সাগরের মধুময় স্পর্শ পেতে।
বাতাস বৈরী হলে
চেতনা হারালে পথ
অন্ধকারে সারারাত উথাল-পাতাল হলেও
সারাদিন জল ভেঙ্গে কাদা ভেঙ্গে নদীও ব্যর্থ হয়
সাগরের মধুময় স্পর্শ পেতে।
এই যে মেঘে মেঘে বিষ্টি, দিনে দিনে মাস
দুঃস্বপ্নের পবনে পাতা ঝরার আওয়াজ
শূন্য জনপথে জনতার স্রোত,
নগর বেড়ে বেড়ে মহানগর
এর সব কিছুতেই আছে অনিয়ম,
সুহাস্য আতিথেয়তায়ও থাকে বিরক্তির ছাপ।
দুঃস্বপ্নের পবনে পাতা ঝরার আওয়াজ
শূন্য জনপথে জনতার স্রোত,
নগর বেড়ে বেড়ে মহানগর
এর সব কিছুতেই আছে অনিয়ম,
সুহাস্য আতিথেয়তায়ও থাকে বিরক্তির ছাপ।
সুনীল বাসনা হৃদয়ে সমুদ্র হলে
এই সুবাতাস মিশ্রিত দেশের বিজন প্রান্তরও
দেয় না আশ্রয়।
এই যে বৈরীতা, এই যে চিরকালের
পরস্পর বিরোধ নক্ষত্র হয়ে জেগেই থাকে।
সাগরে মিশলে নদী
প্রতীক্ষা হলে শেষ
হরিণীর বনভূমিতে থাকতে চাইলেও যায়না থাকা
কোন নীড় কোন নারীর প্রেম বুকে হাত রেখে
চোখের গভীরে রেখে চোখ দেখায় না হৃদয়
এই সুবাতাস মিশ্রিত দেশের বিজন প্রান্তরও
দেয় না আশ্রয়।
এই যে বৈরীতা, এই যে চিরকালের
পরস্পর বিরোধ নক্ষত্র হয়ে জেগেই থাকে।
সাগরে মিশলে নদী
প্রতীক্ষা হলে শেষ
হরিণীর বনভূমিতে থাকতে চাইলেও যায়না থাকা
কোন নীড় কোন নারীর প্রেম বুকে হাত রেখে
চোখের গভীরে রেখে চোখ দেখায় না হৃদয়
যাই বললেই যায় না যাওয়া
থেকেই যেতে হয় কোন কোনদিন।
থেকেই যেতে হয় কোন কোনদিন।

No comments:
Post a Comment