Tuesday, November 17, 2015

রেজিস্ট্রেশন করবার পদ্ধতি

https://www.facebook.com/jppdhaka/?fref=ts

প্রিয় যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রীদের কে অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
ক. রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে :
১. অধ্যক্ষর কার্যালয়, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। জনাব সিরাজুল ইসলাম : ০১৭২০৬১১৮৫৩
২. অধ্যক্ষর কার্যালয়, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। জনাব সিদ্দুকুর রহমান : ০১৯২৫৮২৮৬২৮
৩. কারিগর অফিস, আই ডি ই বি ভবন , কাকরাইল , ঢাকা। জনাব ইদ্রিস আলী : ০১৭১১৮৫৫০৩০
৪. আই ডি ই বি অফিস , যশোর। জনাব নুরুল ইসলাম : ০১৭১৬৯০৯৩৯৪
৫. ফেইসবুক পেজ :Jessore Polytechnic Praktoni, এবং গ্রুপ : যশোর পলিটেকনিক প্রাক্তণী।
৬. ইমেইল এ রেজিস্ট্রেশন ফর্ম চাইলেও পাঠানো হবে। jpidhaka@gmail.com
৭. রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দিতে:
খ. চাদার পরিমান :
১. যশোর পলিটেকনিকের সাবেক ছাত্র- ছাত্রী: ১০০০/=,
২. শিক্ষার্থী অথবা বেকার ছাত্র- ছাত্রী: ৫০০/=,
৩. বর্তমান ছাত্র- ছাত্রী: ২০০/=,
৪. জে.পি.আই. এর শিক্ষক কিন্তু ছাত্র নয়: ৫০০/=,
৫. জে.পি.আই. এর তৃতীয় শ্রেণীর কর্মচারী: ২০০/=,
৬. জে.পি.আই. এর চতুর্থ শ্রেণীর কর্মচারী: ১০০/=,
৭. অতিরিক্ত প্রতি জন :৫০০/=
গ.
১. ডাচ বাংলা ব্যাংক, আর এন রোড শাখা, যশোর। হিসাবের নামঃ যশোর পলিটেকনিকের ৫০ বৎসর পূর্তি অনুষ্ঠান ও মিলনমেলা-২০১৫। হিসাব নং - ১৬৩.১১০.১৪৫৪১ এই একাউন্ট এ টাকা জমা দেয়া রশিদের ফটোকপি এবং রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। (বিশেষ দ্রষ্টব্য : একাউন্ট এ জমা দেয়া রশিদের মূলকপি প্রোগ্রামের দিন সাথে করে আনতে অনুরোধ করা হচ্ছে।)
২. বর্তমান ছাত্র- ছাত্রী , কর্মচারী ও শিক্ষকরা; অধ্যক্ষর কার্যালয়, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট টাকা জমা ও রেজিস্ট্রেশন করে ওখানেই জমা দিবেন।
www.facebook.com/groups/JPI.Praktaniরেজিস্ট্রেশন করবার পদ্ধতি :
ঘ. কোথায় জমা দিবেন :
১. কুরিয়ার বা পোস্টাল ডাকযোগে পাঠানোর মাধ্যমে ও রেজিস্ট্রেশন করতে পারবেন : এই ঠিকানায় পাঠাতে হবে : অধ্যক্ষর কার্যালয়, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর। অথবা
২. ইমেইল এ স্ক্যান কপি পাঠানোর মাধ্যমে ও রেজিস্ট্রেশন করতে পারবেন : jpidhaka@gmail.com অথবা
৩. একাউন্ট এ টাকা জমা দেয়ার পর নিম্নের ফরমেটে এই মোবাইল (জনাব জেড এইস মুন্সী : ০১৯৭৩০১৪৩০৮) এ মেসেজ পাঠানোর মাধ্যমে ও রেজিস্ট্রেশন করতে পারবেন তবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এ প্রোগ্রামের দিন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে :
a. Name:
b. Amount:
c. Passing Year:
d. Bank code number:
e. Total attend member:
f: Mobile Number:
অথবা
৪.একাউন্ট এ টাকা জমা দেয়ার পর www.facebook.com/jppdhaka এই পেজে ওপরে উল্লেখিত ফরমেটে মেসেজ পাঠানোর মাধ্যমে ও রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এ প্রোগ্রামের দিন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
ঙ. গ্রুপিং করে একসাথে জমা দিতে পারবেন। যদি সম্ভব হয় ওপরে উল্লেখিত ঠিকানায় সরাসরি জমা দিতে পারবেন।
চ. রেজিস্ট্রেশন করবার শেষ সময় : ১৬ ডিসেম্বর -২০১৫ , রাত ১২.০০ টা।
ছ. ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলন মেলা - ২০১৫ অনুষ্ঠিত হবে আগামী, ২৫ ডিসেম্বর -২০১৫ ও মূল পর্ব অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর -২০১৫ ,সকাল :৯.০০।
দয়া করে পোস্ট টি শেয়ার করবেন। আমাদের সকলের ইতিবাচক সহযোগিতার মাধ্যমে একটি মনমুগ্দ্ধকর ও প্রানবন্ত অনুষ্ঠান করতে পারব বলে বিশ্বাস করি। যে কোনো ধরনের পরমর্শের জন্য যোগাযোগ করার জন্য অগ্রিম ধন্যবাদ। আশা করি আমাদের যশোর পলিটেকনিক পরিবারের একটি মহা মিলন মেলায় রূপান্তর হবে। তথ্যটি গত ১৪.১১.২০১৫ তারিখে আই ডি ই বি ভবন , কাকরাইল , ঢাকাতে অনুষ্ঠিত মিটিং ও পূর্বে কার্য নির্বাহী পরিষদ, ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলন মেলা - ২০১৫ সিদ্ধান্ত ক্রমে গৃহীত হয়েছে।
ধন্যবাদে,
মো. কামাল হোসেন
সদস্য , কার্য নির্বাহী পরিষদ, ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলন মেলা - ২০১৫
০১৯১৬৪১১৯৫২

No comments:

Post a Comment