Saturday, November 18, 2017

দরিদ্র -মেধাবি ছাত্রছাত্রীদের বৃত্তি

যশোর পলিটেকনিক প্রাক্তনীর ১৭ নভেম্বর সভায় সাধারণ সম্পাদক জহুরুল হক মুন্সী; দরিদ্র -মেধাবি ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়ার ব্যাপারটি আলোচনায় উঠলে তাৎক্ষনিক দেড় লক্ষের মত ফান্ড সংগ্রহ হয়েছে৷ দাতা সদস্যদের নামের তালিকা।  যথা :
১. জহুরুল হক মুন্সী (১৯৮৪): ৫০০০০/=
২. আবুল কালাম আজাদ (১৯৮৮): ২৫০০০/=
৩. হাফিজুর রহমান (১৯৮৩): ১০০০০/=
৪. গাজী খালেদুর রহমান (১৯৮৩): ১০০০০/=
৫. নুরুজ্জামান শিমুল (১৯৮৪): ৫০০০/=
৬. ফরহাদ হোসেন (১৯৯৮): ১০০০০/=
৭. মজিবুর রহমান (১৯৮৩): ২০০০/=
৮. ইদ্রিস আলী (১৯৭৯): ২০০০০/=
৯. এনামুল হক (২০১০): ৫০০/=
১০. এ বি এম আতিয়ার রহমান (১৯৭৮): ১০০০০/=

Wednesday, August 30, 2017

ঈদ মোবারক

সকল প্রাক্তনীকে,
যশোর পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ হতে জানাই।
ঈদ মোবারক


Monday, August 21, 2017

আগামী ২৫ আগস্ট নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা


সম্মানিত প্রাক্তনী,

আগামী ২৫ আগস্ট, শুক্রবার বিকেল ৪ঘটিকার সময় যশোর পলিটেকনিক প্রাক্তনীর নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোচনা সভা আইডিইবি ভবন, কাকরাইল-এ অনুষ্ঠিত হবে। সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বিঃদ্রঃ কার্যনির্বাহী কমিটির সদস্যদের অবশ্যই উপস্থিত থাকার ব্যাপারে বিনীত অনুরোধ করা হচ্ছে ৷
অনুরোধে,
জহুরুল হক মুন্সী
সাধারন সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী

প্রচারে,
মোঃ কামাল হোসেন বিশ্বাস,
যুগ্ম সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী৷
যশোর পলিটেকনিক সম্পর্কে জানতে লগ ইন করুন
www.jppbd.blogspot.com
নোটিশটি শেয়ার করার জন্য অগ্রীম ধন্যবাদ৷