Saturday, August 27, 2016

যশোর পলিটেকনিক প্রাক্তনীর সহ: সভাপতির জন্মদিনের শুভেচ্ছা

যশোর পলিটেকনিক প্রাক্তনীর সহ: সভাপতি জনাব এ বি এম আতিয়ার রহমানের  জন্মদিনের শুভেচ্ছা।  আল্লাহ তার হায়াৎ বৃদ্ধি করুক এবং তার মাধ্যমে মানুষের কল্যাণ ও মঙ্গোলময় হোক। যশোর পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা রইলো। আমিন 

 

"আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা


তুমি এই দিনে পৃথিবীতে এসেছ , সুভেচ্চা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অললন স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে




তোমার জন্য ফোটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে গোলাপ

আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে"

শোক সংবাদ:


যশোর পলিটেকনিক প্রাক্তনীর সাধারণ সম্পাদক জহুরুল হক মুন্সীর মা গত ২৬.০৮.২০১৬ দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহে রাজেউন)।

জেপিপি'র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্‌পাক তাঁকে যেন বেহেশত নসীব করেন। আমিন।

- মো: ইদরীস আলী
সভাপতি, যশোর পলিটেকনিক প্রাক্তনী

Tuesday, August 9, 2016

মহান আল্লাহপাক তার হজ্ব কবুল করুন

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,

যশোর পলিটেকনিক প্রাক্তনীর সাংগঠনিক সম্পাদক ও আইডিইবি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে ০৯/০৮/২০১৬ তারিখ রাত সাড়ে দশটায় সৌদি আরব রওনা হবেন ইনশাল্লাহ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
মহান আল্লাহপাক তার হজ্ব কবুল করুন এবং তিনি সহী সালামতে ফিরে আসুন এই কামনা করি। আমিন।

- আলী ইদরীস
সভাপতি, যশোর পলিটেকনিক প্রাক্তনী

Sunday, August 7, 2016

Happy frindship day

The best way to destroy an enemy is to make him a friend. – Abraham Lincoln

A single candle can illuminate an entire room. A true friend lights up an entire lifetime. Thanks for the bright lights of ur friendship.
Walking With Me In My Lowest Of
Times Has Proved You To Be A True
Friend, You Have Been There When
I Needed You Most, It Is My
Obligation To Pay Back By Being
The Companion That You Will
Ever Need.