Saturday, June 18, 2016

পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল


সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,
আজ ১৮ জুন'১৬ শনিবার বিকেল ৪.৩০ টায় আইডিইবি সি ই সি কনফারেন্স ৩য তলায় যশোর পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি : জনাব এ কে এম এ হামিদ, সভাপতি, আইডিইবি।

১. জহুরুল হক মুন্সি, সাধারণ সম্পাদক, ০১৭১৩০১৪৩০৮
২. ফরহাদ হোসেন, যুগ্ম-সম্পাদক, ০১৯১৩০২৩১৪৮
৩. কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, ০১৯১৬৪১১৯৫২

সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

-আলী ইদরীস, সভাপতি, JPP

Sunday, June 12, 2016

আলোচনা সভা ও ইফতার মাহফিল (১৮ জুন'১৬ শনিবার বিকেল ৫টায়)

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,
আগামী ১৮ জুন'১৬ শনিবার বিকেল ৫টায় আইডিইবি ভবনে ৯ম তলায় যশোর পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি : জনাব এ কে এম এ হামিদ, সভাপতি, আইডিইবি।
যারা অংশ নিতে চান তাদেরকে ১৬/০৬/২০১৬ তারিখের মধ্যে নিচের নম্বরে Confirm (সম্মতি) করার জন্য অনুরোধ করা হলো।

১. জহুরুল হক মুন্সি, সাধারণ সম্পাদক, ০১৭১৩০১৪৩০৮
২. ফরহাদ হোসেন, যুগ্ম-সম্পাদক, ০১৯১৩০২৩১৪৮
৩. কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, ০১৯১৬৪১১৯৫২
সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
-আলী ইদরীস, সভাপতি, JPP

Friday, June 10, 2016

১৮ জুন যশোর পলিটেকনিক প্রাক্তনিদের ইফতার পার্টি, আই ডি ই বি ভবন

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
ইনশাল্লাহ আগামী ১৮ জুন রোজ শনিবার ইফতার মাহফিল আই ডি ই বি ভবন, কাকরাইলে অনুষ্ঠিত হবে।  প্রধান অতিথি হিসেবে আইডিইবি'র সভাপতি থাকতে রাজি হয়েছেন। অতএব, সকল যশোর পলিটেকনিত প্রাক্তনীদেরকে উক্ত ইফতার মাহফিল থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ৷
ধন্যবাদে,
জনাব ইদ্রীস আলী,
সভাপতি, যশোর পলিটেকনিক প্রাক্তনী,
মোবাইল: ০১৭১১৮৫৫০৩০ ও
অনুরোধে,
মো: কামাল হোসেন,
সহ: সংগঠনিক সম্পাদক, জে পি পি,
মোবাইল:০১৯১৬৪১১৯৫২
www.jppbd.blogspot.com