Monday, February 29, 2016

যবিপ্রবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভর্তির সুযোগ



যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি ) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ৪বছর মেয়াদী স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বছর মেয়াদী বি ফার্ম (প্রোফেশনাল) প্রথম বর্ষে ভর্তির জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রয়েছে
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগে ডুয়েট ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ ছিল না। গত কয়েক বছর যাবত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের পর যবিপ্রবিতে সুযোগ দেয়া হচ্ছে

A, B, C, D, E, F এই ৬টি অনুষদের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের জন্য ২০১৩, ২০১৪ ২০১৫ সালে সরকার অনুমোদিত বছর মেয়াদী ডিপ্লোমা উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরাই কেবল ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ‘‘বি গ্রেডসহ “(.০০পয়েন্ট স্কেলে .০০) মোট . পয়েন্ট থাকতে হবে

আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র হাতে হাতে সংশ্লিষ্ট ইউনিটে জমা দিতে হবে। আর ভর্তির আবেদন ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টেলিটক সিমের মাধ্যামে করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ১৭ ডিসেম্বর

Sunday, February 28, 2016

জরুরি বিজ্ঞপ্তি (অনুষ্ঠান স্থগিত করা হয়েছে)


সম্মানিত প্রাক্তনীবৃন্দ,

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ও আইডিইবি যশোর জেলা শাখার যৌথ সভায় "৫০ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলা ২০১৬" অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে। সুতরাং ৪-৫ মার্চ ২০১৬ তারিখে অনুষ্ঠান হচ্ছে না। এ জন্য আমরা দুঃখিত।
বিস্তারিত তথ্যের জন্য লগ ইন করুন : www.jppbd.blogspot.com
www.facebook.com/jppdhaka, www.facebook.com/groups/JPI.Praktani
https://www.facebook.com/groups/703934856376887/709563612480678/?notif_t=like
আপনাদের মঙ্গল কামনায় ,
বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ইদ্রিস (১৯৭৯)
মোবাইল নম্বর: ০১৭১১৮৫৫০৩০
আহ্বায়ক, অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়ন কমিটি।

প্রচারে,
মো: কামাল হোসেন (২০১০)
মোবাইল নম্বর: ০১৯১৬৪১১৯৫২
যুগ্ন সদস্য সচিব ; তথ্য ও যোগাযোগ কমিটি।

Friday, February 26, 2016

আপনাদেরকে প্রাক্তনীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব এ্যাডভোকেট মোহাম্মদ কামৱুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আই ডি ই বি) এর সভাপতি জনাব এ কে এম এ হামিদ ও সাধারন সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান আপনাদেরকে প্রাক্তনীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা





প্রোগ্রামের আগে শেষ সভা, বিকাল ৫.০০,রোজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬


বিসমিল্লাহির রাহমানির রাহিম

সন্মানিত প্রাক্তনী,
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর  ৫০ বছর পূর্তি উপলক্ষে খুব গুরুত্ব পূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সময় : বিকাল ৫.০০,রোজ শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬,
স্থান : দি কারিগর অফিস, আই ডি ই বি ভবন, কাকরাইল , ঢাকা।
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল ছাত্র-ছাত্রীদের কে উক্ত গুরুত্ব পূর্ণ আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

অনুরোধক্রমে
বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ইদ্রিস (১৯৭৯)
মোবাইল নম্বর: ০১৭১১৮৫৫০৩০
আহ্বায়ক, অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়ন কমিটি।
সভাপতি ,যশোর পলিটেকনিক প্রক্তনী।  

ধন্যবাদান্তে ,
মো: কামাল হোসেন (২০১০)
মোবাইল নম্বর: ০১৯১৬৪১১৯৫২
যুগ্ন সদস্য সচিব ; তথ্য ও যোগাযোগ কমিটি।
সহ- সাংগঠনিক সম্পাদক, যশোর পলিটেকনিক প্রক্তনী।
বিস্তারিত জানতে লগ ইন করুন: www.jppbd.blogspot.com; www.fb.com/jppdhaka

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

সন্মানিত প্রাক্তনী,
যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ও পূর্ণমিলনী-২০১৬ মহা অনুষ্ঠানে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জনাব ইয়াফেস ওসমান শারীরিক অসুস্থতার কারনে উপস্থিত থাকতে পারছেন না৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব এ্যাডভোকেট মোহাম্মদ কামৱুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আই ডি ই বি) এর সভাপতি জনাব এ কে এম এ হামিদ ও সাধারন সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান৷ উদ্বোধনী অনুষ্ঠান ৪ মার্চ ২০১৬ সকাল ৯:০০ ঘটিকার সময় এবং সমাপনী হবে ৫ মার্চ ২০১৬ বিকাল ৫:০০ ঘটিকার সময়৷ রেজিষ্টেশনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারী ২০১৬৷ অপনি রেজিষ্ট্রেশন করুন এবং আপনার পরিচিত প্রক্তনীকে আজই রেজিষ্ট্রেশন করতে বলুন৷
বিস্তারিত জানতে লগ ইন করুন: www.jppbd.blogspot.com অথবা www.facebook.com/jppdhaka
ধন্যবাদান্তে,
বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ইদ্রীস
সভাপতি, যশোর পলিটেকনিক প্রাক্তনী
মোবাইলঃ ০১৭১১-৮৫৫০৩০
প্রচারে,
মোঃ কামাল হোসেন
যুগ্ন সদস্য সচিব, তথ্য ও যোগাযোগ কমিটি, ৫০ বছর পূর্তি অনুষ্ঠান৷
মোবাইলঃ ০১৯১৬-৪১১৯৫২

Monday, February 15, 2016

পু: নিদ্ধারিত : ৪-৫ মার্চ ২০১৬ শুক্রবার ও শনিবার; যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলা ২০১৬ উদযাপিত হবে

প্রিয় প্রাক্তনীবৃন্দ,

আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আগামী ৪ মার্চ ২০১৬ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকার সময় যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলা-২০১৬ অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন। তাই, ২৬-২৭ ফেব্রুয়ারী-২০১৬ তারিখ পরিবর্তন করে; ৪-৫ মার্চ ২০১৬ শুক্রবার ও শনিবার  যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলা ২০১৬ উদযাপিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল প্রাক্তনীকে অনুরোধ জানাচ্ছি।

যে সকল প্রাক্তনী এখনো রেজিস্ট্রেশন করেন নি, তারা দ্রুত নিবন্ধন ফরম সংগ্রহ করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।নিবন্ধনের শেষ সময়-২৫-০২-২০১৬ইং,
চাদার হার একক-১০০০/-,স্বামী/স্ত্রী/সন্তান-৫০০/-, ছাত্র-৫০০/-
ব্যাংক হিসাব-১৬৩ ১১০ ১৪৫ ৪১ ডাচ-বাংলা ব্যাংক, আর এন রোড,যশোর।

অথবা বিকাশ করুন একক-১০২০/-,স্বামী/স্ত্রী/সন্তান-৫১০/-, ছাত্র-৫১০/- এবং এই নম্বর এ পাঠায়ে দিন -০১৭১১-৩৬৯১০৯ ( টালু খান,৭৫ব্যাচ)  টাকা পাঠাতে পারেন।
এবং ০১৭১১-৩৬৯১০৯ এই নম্বর নিম্নের ফরমেটে এ ম্যাসেজ পাঠাবেন।
নাম :
ডিপার্টমেন্ট :
পাস করার সন:
কতজন অংশ গ্রহণ করছেন :
যে নম্বর থেকে বিকাশ করছেন সেই নম্বর :


বিস্তারিত জানতে - মোঃ ফরহাদ হোসেন-01913-023148, 01712-263052 (১৯৯৮ব্যাচ)
মোঃ কামাল হোসেন-01916-411952 (২০১০ব্যাচ)
মোঃ ওমর ফারুক-01711-377066 (২০০৬ব্যাচ)

যশোর পলিটেকনিক প্রাক্তনীর সদস্যদের ফোন করার জন্য ধন্যবাদ ।

অনুরোধক্রমে
বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ইদ্রিস (১৯৭৯)
মোবাইল নম্বর: ০১৭১১৮৫৫০৩০
আহ্বায়ক, অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়ন কমিটি।
সভাপতি ,যশোর পলিটেকনিক প্রক্তনী। 

ধন্যবাদান্তে ,
মো: কামাল হোসেন (২০১০)
মোবাইল নম্বর: ০১৯১৬৪১১৯৫২
অথবা লগ ইন করুন: www.jppbd.blogspot.com; www.fb.com/jppdhaka

Saturday, February 13, 2016

গুরুত্ব পূর্ণ আলোচনা সভা, বিকাল ৫.০০,রোজ শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সন্মানিত প্রাক্তনী,
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর  ৫০ বছর পূর্তি উপলক্ষে খুব গুরুত্ব পূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সময় : বিকাল ৫.০০,রোজ শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬,
স্থান : দি কারিগর অফিস, আই ডি ই বি ভবন, কাকরাইল , ঢাকা।
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল ছাত্র-ছাত্রীদের কে উক্ত গুরুত্ব পূর্ণ আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

অনুরোধক্রমে
বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ইদ্রিস (১৯৭৯)
মোবাইল নম্বর: ০১৭১১৮৫৫০৩০
আহ্বায়ক, অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়ন কমিটি।
সভাপতি ,যশোর পলিটেকনিক প্রক্তনী।  

ধন্যবাদান্তে ,
মো: কামাল হোসেন (২০১০)
মোবাইল নম্বর: ০১৯১৬৪১১৯৫২
যুগ্ন সদস্য সচিব ; তথ্য ও যোগাযোগ কমিটি।
সহ- সাংগঠনিক সম্পাদক, যশোর পলিটেকনিক প্রক্তনী।
বিস্তারিত জানতে লগ ইন করুন: www.jppbd.blogspot.com; www.fb.com/jppdhaka

Monday, February 8, 2016

৫০ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকায় লেখা পাঠানোর শেষ তারিখ ১৮.০২.২০১৬

                                                       বিসমিল্লাহির রাহমানির রাহিম
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর ৫০ বছর পূর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে।  আগ্রহী প্রাক্তনীদের কে গঠন মূলক , কারিগরী , স্মৃতি চারণ মূলক লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হলো।


লেখা পাঠানোর শেষ তারিখ ১৮.০২.২০১৬


আপনার লেখা টি : jpidhaka@gmail.com এই ইমেইল এ পাঠানো যাবে।
অথবা ডাক বা কুরিয়ার এ পাঠাতে পারেন ,
জনাব ইদ্রিস আলী
শিক্ষা ও প্রকাশনা সম্পাদক 

আই.ডি.ই.বি. ভবন ,১৬০/ এ কাকরাইল ভি.আই.পি. রোড , ঢাকা। 
বিস্তারিত জানতে লগ ইন করুন: www.jppbd.blogspot.com; www.fb.com/jppdhaka


Thursday, February 4, 2016

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৮/০২/২০১৬



বিসমিল্লাহির রাহমানির রাহিম
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর ৫০ বছর পূর্তি পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬-২৭ ফেব্রুয়ারী-২০১৬, রোজ: শুক্রবার এবং শনিবার 
রেজিস্ট্রেশন ফি:
একক ১০০০/-, স্বামী /স্ত্রী/সন্তান জন প্রতি ৫০০/-, ছাত্র সদস্য ৫০০/-
সকল প্রাক্তন ছাত্র -ছাত্রীকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে ব্যাংক হিসাব নম্বর: ১৬৩ ১১০ ১৪৫ ৪১ ডাচ-বাংলা ব্যাংক, আর. এন. রোড, যশোর এই হিসাব নম্বরে অথবা বিকাশ নম্বর: ০১৭১১- ৩৬৯১০৯ (টালু খান-১৯৭৫) টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে 
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৮/০২/২০১৬
বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করুন:
ফরহাদ(১৯৯৮)-০১৯১৩-০২৩১৪৮, ফারুক(২০০৬)-০১৭১১-৩৭৭০৬৬, কামাল(২০১০)-০১৯১৬-৪১১৯৫2
 

বিস্তারিত জানতে লগ ইন করুন: www.jppbd.blogspot.com; www.fb.com/jppdhaka


গুরুত্ব পূর্ণ আলোচনা সভা, বিকাল ৫.০০,রোজ শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সন্মানিত প্রাক্তনী,
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর  ৫০ বছর পূর্তি উপলক্ষে খুব গুরুত্ব পূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সময় : বিকাল ৫.০০,রোজ শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০১৬,
স্থান : দি কারিগর অফিস, আই ডি ই বি ভবন, কাকরাইল , ঢাকা।
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল ছাত্র-ছাত্রীদের কে উক্ত গুরুত্ব পূর্ণ আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

অনুরোধক্রমে
বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ইদ্রিস (১৯৭৯)
মোবাইল নম্বর: ০১৭১১৮৫৫০৩০
আহ্বায়ক, অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়ন কমিটি।
সভাপতি ,যশোর পলিটেকনিক প্রক্তনী।   

ধন্যবাদান্তে ,
মো: কামাল হোসেন (২০১০)
মোবাইল নম্বর: ০১৯১৬৪১১৯৫২
যুগ্ন সদস্য সচিব ; তথ্য ও যোগাযোগ কমিটি।
সহ- সাংগঠনিক সম্পাদক, যশোর পলিটেকনিক প্রক্তনী। 
বিস্তারিত জানতে লগ ইন করুন: www.jppbd.blogspot.com; www.fb.com/jppdhaka

Tuesday, February 2, 2016

Jessore Polytechnic Institute 50 years celebrating & reunion



Hi, Jassore Polytechnic Institute all department student previous student or new students and all teacher how are you. I think every student is very good. JPI all student and teacher  together a celebrations and fairs 2015. To celebrate the 50th anniversary and hang out. This celebrations held on 2016 February, 26-27 and (Friday, Saturday). Jessore Polytechnic Instituted all former student at the registration form requesting for participate 50 years anniversary and fairs meeting 2015.

If you want to more information and other information gather this call:
Idris Ali <1979> Phone Number: 01711855030
Sirajul Islam<1988> Phone Number: 01918928821
Jahurul Haq <1984> Phone number: 01723014308

Mustafizur Rahman<1984>Phone Number:01715701997
Farhad Hasson <1998> Phone Number: 01913023148
Kamal Hossan <2010> Phone Number: 01916411952



If you Jessore polytechnic Instituted students Friends registration form 50 years Celebrations registration form facebook and Jessore Polytechnic Instituted Principal office, Jessore; and Technical Office(The Karigor Office), IDEB bulding’s ,Kakarail, Dhaka  found for form.
Hereby,Jessore Polytechnic Institute, who is to inform the students that, to celebrate the 50th anniversary of the fair and the meeting – of2 015, and registration form inform.

Principan officer, Jessore Polytechnic Institute. Mr. Sherajul Islam phone no: 01720611853
Principan officer, Khulna Polytechnic Institute. Mr Siddukura Rahman phone no: 01925828628
Technical Office, IDEB Vabon Kakraile, Dhaka. Mr. Idris Ali: 01711855030
IDEB office, Jessore .Mr. Nurial Islam: 01716909394 and Email Registration Form send here jpidhaka@gmail.com.

Registration and Program Information:
1. Registration Last-date: 18 February, 2016
2. Program start Day: 26, 27 February, 2016

Amount operates in the area:
1. Jessore Polytechnic Instituted Former students: 1000/-Tk
2. Students or Unemployed students: 500/-Tk;
3. Present students: 200/-Tk;
4. JPI Teacher but not student: 500/-Tk;
5. JPI third class Employee: 200/-Tk;
6. Jessore Polytechnic Institute 4th class Employee: 100/-Tk; and
7. Additional per person: 500/-Tk. Registration Last Date 20 February 2016. And Note: 

End Date to deposit money with a fee of 300 Taka delay on 26 February, 2016.

A. The registration procedure:
1. Duch bangla Bank, R N road, jessore Branch. Account Name Jessore Polytechnic Institute 50 year’s celebration and get together-2015. Account number- 163.110.14541 this account pay your registration form fee submits. (N.B Account fee receipt with program day).
2. Present student, Employee or Teacher and Principal Jessore Polytechnic Institute Money submit this account submit registration fee.
3. Courier or by sending postal mail and be able to register this address will be send to: captain’s office, Jessore Polytechnic Institute, Jessore.
4. You can send the scanned copies of the via E-mail and email Id: jpidhaka@gmail.com or other way After the money has been deposited in the account of the following formats of this Mobile (Mr. Z. H. Munshi: 01973-014308. Mr. Forhad: 01913023148, Mr. Kamal: 01916-411952) By sending the message and be able to register the day of the program at the Polytechnic Institute of Jessore.

Registration form should be submitted to:
a. Name:
b. Amount:
c. Passing Year:
d. Bank code number:
e. Total attend member:
f: Mobile Number:

B. The registration procedure:
1. Send Money (1000/=+20/=) on bKash Account: (Talu Khan: 01711-369109) and send a message the same number:
a. Name:
b. Amount:
c. Passing Year:
d. bKash Number (
Money that has to be the number):
e. Total attend member:
f: Mobile Number:

Regular Update News Search: www.facebook.com/jppdhaka